৯ টি চোরাই মোটর সাইকেল, বিপুল পরিমাণ চোরাই মালামালসহ একজন আটক

হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ: ভাংড়ি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে পুরাতন মালামালের পাশাপাশি চোরাই মোটর সাইকেল, সেচ পাম্প সহ বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৯টি বিভিন্ন ব্রান্ডের পুরাতন মোটরসাইকেল, পুরাতন মোটর সাইকেলের ১১টি ট্যাংকি, ৩টি পুরাতন মোটর সাইকেলের চেসিস, ৭টি পুরাতন মোটরসাইকেলের ইঞ্জিন, ৪ টি ক্যাসিং, ২ টি মোটর ইঞ্জিন, ৯টি সেচ পাম্পসহ জনপ্রিয় মেশিনারিজ দোকানের মালিক চোর সেন্টিকেটের হোতা আফসারকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফসার শেখ (৫২) পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সবেদ আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজারের মৌতলা বাস স্ট্যান্ড এর পাশে জনপ্রিয় মেশিনারিজ এর দোকানে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ, এসআই সুখদেব, বুলবুল হোসেন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় থানার এসআই সুখদেব বাদী হয়ে চোর সিন্ডিকেটের মূল হোতা আফসার উদ্দিন শেখ কে আসামি করে গতকাল বুধবার থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। চোর সিন্ডিকেটের হোতা আফসার আলী দীর্ঘদিন যাবত পুরাতন ভাংড়ি মালামাল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন চোরদের গডফাদার হিসেবে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিল। এর আগেও চোরাই মালামালসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজত ছাড়াও বিভিন্ন মামলায় জেল হাজত বাস করেছে। আটক কৃত আফসারকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:২৪
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন