কেন্দ্রের আশপাশে ভোটদানে উৎসাহিত বা নিরুৎসাহিত করা যাবে না: ইসি

ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন কেন্দ্রের আশপাশে কেউ ভোটারদের উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই করতে পারবেন না। রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি’র উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘ভোট কেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দির মধ্যে নির্বাচনি প্রচারণার উদ্দেশে পোস্টার, হ্যান্ডবিল বা এমন কোনো প্রকার প্রচারপত্র থাকলে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। ‘কেউ যেন ভোটের জন্য ক্যানভাস না করতে পারেন বা কাউকে ভোটদানের জন্য উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারেন, সেদিকে কড়া নজর রাখতে হবে। নির্বাচনি প্রচারণার উদ্দেশ্যে পোস্টার, হ্যান্ডবিল বা ওইরূপ কোনো প্রকার প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। ভোট কেন্দ্রগুলো যাতে অন্ধকার না থাকে সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।’

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১০:৫৮
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন