স্থানীয় সরকার দিবস পালিত

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নাগরিকের সার্বিকসেবা প্রদান করে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রে মানুষ স্থানীয় সরকারের সেবার ওপর নির্ভরশীল। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও সেবার মান বৃদ্ধির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকারের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকলে অচিরেই জনগণ শহরের সুযোগ-সুবিধা গ্রামেই ভোগ করতে পারবে। বর্তমান সরকার সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও কেসিসির প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজনে করে। পরে শ্রম প্রতিমন্ত্রী ও সিটি মেয়র তিন দিনব্যাপী মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।-তথ্য বিবরণী

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৩:৩৪
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English