খুলনার সময়: খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ তিন দিনের সফরে আজ সাতক্ষীরায় আসছেন। খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এএসএম শাহনেওয়াজ মেহেদী এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি: খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় খুলনা থেকে সাতক্ষীরা যাত্রা শুরু করবেন । সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশগ্রহণ করবেন এবং সভায় তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে মতবিনিময় সভা হবে। সাতক্ষীরা জনসাধারণের মাঝে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সকাল সাড়ে ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠান করবেন। দুপুর ১২টায় ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদ মোকাবেলায় করণীয় সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যামের অপব্যবহার রোধকল্পে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বিকাল সাড়ে ৩টায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। শুক্রবার (২৯ সকাল) ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কক্ষ পরিদর্শন করবেন। দুপুর ২টায় ফলাফল কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সন্ধ্যা ৭টায় খুলনার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।