খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে খুলনা রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে আগষ্ট মাসের অপরাধ পর্যালোচনা সভার সভাপতি খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম সাতক্ষীরা সদর থানার ওসি মো: মহিদুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমসহ খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা। জানাগেছে, তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে অসামান্য ভূমিকা রাখায় সদর থানার ওসি মো: মহিদুল ইসলামকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করা হয়েছে।