মহান ভাষা আন্দোলনের মাসের শেষ দিনে ঐতিহাসিক শহীদ হাদিস পার্ক খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলা ভাষায় প্রথম ট্যাবলেট পত্রিকা দৈনিক মানবজমিনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অসুষ্ঠানে আওয়ামীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। এসময়ে মহানগর ও জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুলনার আন্দোলন সংগ্রামের প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে মানবজমিনের এ বর্ণাঢ্য আয়োজন সকলের দৃষ্টি কেড়েছে।
পত্রিকার সাফল্য ও অগ্রযাত্রা কামনা করে সিটি মেয়র বলেন, সমাজের দর্পন সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। গণমাধ্যমে সমাজের অসঙ্গতি ও রাজনীতিবিদদের ভুলত্রুটি তুলে ধরলে রাজনীতিবিদরা সংশোধনের সুযোগ পাবে, মানবজমিন সে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা তার প্রতিক্রিয়ায় বলেন, মানবজমিন অন্যায় ও অসত্যেও বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সাহসী ভূমিকা কওে যাচ্ছে। আমার বিশ্বাস পত্রিকাটি তাদের এ ধারা অব্যাহত রাখবে।
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ জাতীয় পার্টির মহানগর সভাপতি এডভোকেট লতিফুর রহমান লাবু, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, বিএফইউজে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাজী শামীম আহমেদ, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম হোসেন ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, সদর থানা বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির, সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, জাসাস খুলনা মহানগর আহবায়ক নূরুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ কাজী জলিল, মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইফতি, মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মিলন, গণাধিকার পরিষদ খুলনা মহানগর যুগ্ম-আহবায়ক সাইফুল্লাহ বাবু, বিএনপি নেতা শরিফুল ইসলাম টিপু।
সামাজিক ও পেশাজীবি সেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক এডভোকেট জাকিরুল ইসলাম, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, খুলনা পাবলিক কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু, খুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান এস এম হোসাইন বিল্লাহ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর সহ-সভাপতি সরদার আবু তাহের, শিক্ষাবিদ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিংকু, বাংলাদেশ ডিবেডিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দিন, অগ্রগামী স্বেচ্ছাসেবক সংস্থার চেযারম্যান মঈনুল ইসলাম কিরণ, খুলনা জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির তালুকদার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক সোমা বড়াল, এডভোকেট জামিলা খাতুন, দৈনিক জন্মভূমির দেবব্রত রায়, দৈনিক প্রবাহের মোঃ নুরুজ্জামান, চ্যানেল টুয়েন্টি ফোরের খুলনা প্রতিনিধি মাকসুদ আলী, এস এ টিভির রকিবুল ইসলাম মতি, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, দৈনিক যায়যায় দিনের আতিয়ার রহমান, দৈনিক কালবেলার বশির হোসেন, সময়ের খবরের রবিউল গাজী উজ্জল, ফটো সাংবাদিক সেলিম গাজী, দৈনিক মানবজমিনের ডুমুরিয়া প্রতিনিধি সুমন বর্মন, ফুলতলা প্রতিনিধি কাজী মাকুল হোসেন, দাকোপ প্রতিনিধি জাকির হোসেন, মোড়েলগঞ্জ প্রতিনিধি শাহজাহান খান, দৈনিক নওয়াপাড়ার মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।