গাজীপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর

খুলনার সময়: কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া কাচিঘাটা এলাকার মজিবুর রহমান ও তার স্ত্রী হাবিবা বেগম। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান বিকেলে তার বাবা মজিবুর রহমান, মা হাবিবা বেগম, শাশুড়ি ও শ্যালককে নিয়ে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে ফুলবাড়ীয়া তাদের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের সিএনজিটি মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় সিএনজি যাত্রী মজিবুর রহমান এবং তার স্ত্রী হাবিবা বেগম নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে একই পারিবারের ২ জন নিহতসহ ৩ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:২০
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন