গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর যুব সংঘের আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য শাহজাহান সরদার, লাবলু, মনজুয়ারা বেগম, ওয়ার্ড আ.লীগের সভাপতি আরশাদ আলী ঢালী, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তফা হোসেন, ব্যবসায়ী মিঠু হোসেন, শিমুল হোসেন, হাবিবুর রহমান, সমাজসেবক রিপন হোসেন, যুব কমিটির নেতা মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। ইতিপূর্বে বছরের বিভিন্ন সময়ে এই লাঠিখেলাসহ নানান গ্রমীণ ঐতিহ্যবাহী খেলার আয়োজন হতো। কিন্তু আজ সেই সব আনন্দগুলো হারিয়ে যেতে বসেছে। বিলুপ্ত প্রায় এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আজকের আমাদের এই আয়োজন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই লাঠিখেলা দেখতে দূরদুরান্ত থেকে শত শত নারী, পুরুষ ও শিশু উপভোগ করতে আসেন। ব্যতিক্রম এই আয়োজনে এলাকার মানুষ খুব উচ্ছাস প্রকাশ করেছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-যুগিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৪:০৮
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন