ঘুষ নিয়ে চাকুরি না দেওয়ায় প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ

খুলনার সময়: চাকুরীর জন্য ঘুষ দিয়েও চাকুরী না পেয়ে ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজারুল হককে পেটালেন ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ প্রার্থীরা। এই ঘটনাকে ভিন্নখাতে নিতে দোষ চাপানো হয়েছে ঈগল প্রতীকের সমর্থকদের উপর। জানা যায়, বৃহস্পতিবার প্রধান শিক্ষক আফজারুল হক হাইস্কুল মোড়ে ছিলেন। এসময় ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর কথা দিয়ে যাদের নিকট থেকে টাকা নিয়েছিল অথচ চাকুরী দেয়নি সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাকে মারপিট করে। এদিকে এই মারপিটের ঘটনা সংসদ নির্বাচন কেন্দ্রীক বলে মিথ্যাচার করছে একটি স্বার্থান্বেষী মহল। সম্প্রতি ৩টি পদে ৬/৭ জনের নিকট থেকে ১২/১৩ লক্ষ করে টাকা নিয়েছিল ঐ প্রধান শিক্ষক। ঐ টাকা সংগ্রহ করতে অনেকে ভিটা বাড়ি ও ধানের জমি বেঁচে টাকা দিয়েছিল ঐ প্রধান শিক্ষকের হাতে। পরে যারা ১৫ লক্ষ করে টাকা দিয়েছিল তাদেরকে চাকুরী দিয়েছে।  সেই ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা। এব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১০:৪৪
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন