চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহী মো. আশিফ হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের মো. জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকুরী করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আশিফ হাওলাদার রবিবার রাতে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাটের মহিষ প্রজন্ম খামার এলাকায় পৌঁছালে অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মটরসাইকেল চালকসহ মোটরসাকেলে থাকা এক নারী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে সোমবার (২ অক্টোবর) ভোর রাতে আশিফ মারা যায়। অপর মটরসাইকেল চালক মো. ইউসুফ বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া মো. ইউসুফের সাথে থাকা ওই নারী প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সুস্থ আছেন।

ফকিরহাট কাঁটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আশিফ হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ১০:২০
  • ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৬ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন