চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চিরিরবন্দর

খুলনার সময়: চিরিরবন্দরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম রাইয়ান ইসলাম রমিম। তিনি চিরিরবন্দর উপজেলার ইসুবপুর ইউনিয়নের কৃষ্ণনগর মুন্সিপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।

চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক নুর আলম বলেন, শিশু রাইয়ান রমিম নানার বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষ হলে নানার সঙ্গে বাড়িতে চলে আসে। পরবর্তীতে আবার পরিবারের সদস্যদের অজান্তেই পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরের পানিতে শিশুর রাইয়ানের মৃতদেহ ভেসে উঠে। এরপর শিশু রাইয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুর আলম আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের লাশ হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৩:০৪
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English