জলবায়ু ন্যায্যতার দাবিতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা দেয়: পপলু

নিজস্ব প্রতিনিধি: জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরো জোরদার করছে বলে জানিয়েছেন কোস্টাল ভয়েজ অব বাংলাদেশ (কব)’র সভাপতি মোস্তফা জামাল পপলু। তিনি বলেছেন, ধনী দেশগুলোর বিলাসবহুল জীবনযাপনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মত ছোট ছোট দেশ। চলমান কফ-২৮ সম্মেলনে আমাদের জন্য ভালো কোন বার্তা নেই। জীবাশ্ম জ্বালানি যারা ব্যবহার করেন তারা কিছু টাকা-পয়সা দেওয়ার কথা বলছেন। কিন্তু কিভাবে, কোন পদ্ধতিতে সেগুলো দিবেন তা পরিষ্কার করছেন না। তাই শুধু প্রতিশ্রুতি নয়, অবিলম্বে জলবায়ু পরিবর্তনের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানান তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) ‘গ্লোবাল ডে অব অ্যাকশন এন্ড ফুসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সাইকেল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপারস-বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোস্টাল ভয়েস অব বাংলাদেশ (কব) ও খুলনা সাইক্লিস্ট যৌথভাবে খুলনা র‍্যয়াল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান সাইকেল র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, ন্যাপ নেতা এনামুল হক, কব সাধারণ সম্পাদক কৌশিক দে, সাংবাদিক মোরশেদ নেওয়াজ, খুলনা সাইকেলিং এর গোলাম রাব্বানী,  মো. সেতু আলম ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, সাংবাদিক রিয়াদ হোসেন প্রমুখ।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দূর্যোগের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য ক্ষেত্রে নানামূখী সংকট দেখা দিচ্ছে। বিশ্ব জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো বারবার ক্ষতিপূরণের আশায় দিলেও তা বাস্তবায়ন করছে না। ফলে ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠছে। জলবায়ু ক্ষতিপূরণ কোন দয়া নয়, এটা আমাদের অধিকার।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সন্ধ্যা ৬:০৮
  • ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন