জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও সহনশীলতা বৃদ্ধি বিষয়ক সভা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা

পরিতোষ কুমার বৈদ্য: জেলে ও মৎস্য চাষীদের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও সহনশীলতা বৃদ্ধি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’র উপসচিব মো. মোজাম্মেল হক, মৎস্য অধিদপ্তর’র উপ-পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মো. শাহেদ আলী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাতীয় প্রকল্প সমন্বয়কারী মো. আবুল হাসান, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান, মৎস্য অধিদপ্ত ‘র  ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্প’র প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষ ‘র চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ১০:২০
  • ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৬ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন