ঝিকরগাছায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিকরগাছায়

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫০তম গ্রীষ্মকালীন আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাহিদুল ইসলাম পুস্কার বিতরণ করেন। অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আক্তার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, রেফারি মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আনারুল হক, সহকারী প্রধান শিক্ষক এনামুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল ইসলাম, সামছুর রহমান, আব্দুল লতিফ, শান্তি মোড়ল, সালমা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সন্ধ্যা ৬:১১
  • ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন