খুলনার সময়: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় মানসুরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনা বিভাগে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের ১০ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিয়াউলের স্ত্রী মানসুরা। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।