‘তফশিল ঘোষণার দিন থেকেই শুরু নির্বাচনকালীন সরকার’

নির্বাচনকালীন সরকার’

অনলাইন ডেস্ক: তফশিল ঘোষণার পর সে সময় থেকে নির্বাচনকালীন সরকার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সে সময় সরকার শুধু রুটিন কাজ করবে। মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের কাছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই। এর বাইরে গিয়ে আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই সংসদে এই ধরনের কোনো আইন পাস হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির এ সব দাবি নিয়ে ভাবছে না সরকার।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ৭:৩৩
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন