নিউ মার্কেটে ককটেল সদৃশ তিন বস্তু উদ্ধার

রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নিউ মার্কেট এলাকার পাশের নিহারিকা ভবনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে হেলমেট পরে দুই যুবক নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সামনের গেটে আসে। এ সময় হঠাৎ তারা সড়কে তিনটি বস্তু ছুড়ে মারে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে নিউ মার্কেট থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে তাদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,দুপুর ১২:৩৭
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English