নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

শাহীন চাকলাদার

যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তাদের মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই যশোর—৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে বায়সার মোড়ে কর্মী সভা ও বিকেলে সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে ৩নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসা চত্বরে এবং দোরমুটিয়া ছোটো গ্রামের মোকছেদর বাড়িতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,বিকাল ৫:৫০
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন