পতিত জায়গা আবাদের আওতায় আনা: উপসচিব

উপসচিব

খুলনার সময়: খুলনার রুপসায় “কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি’র বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান বলেন, পুষ্টি অভাব পূরনে পারিবারিক পুষ্টি বাগান, পতিত জায়গা আবাদের আওতায় আনা, উচ্চ ফলনশীল লবন সহিষ্ণু /সুগন্ধী ধানের জাত সম্প্রসারণ, ভুট্টার সাথে আন্ত:ফসল চাষ করা ,সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, পলিমালচ এর সুবিধা মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা। খুলনা খামারবাড়ির উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ক্লাইমেট স্মার্টপ্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধীমন মজুমদার। প্রশিক্ষণ শেষে উপসচিব শেখ হাফিজুর রহমান ও উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন প্রকল্প থেকে বিতানকৃত পাওয়ার পাম্প, গার্ডেন টিলার, ইসি মিটার, ময়েশ্চার মিটার এর কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এরপর সংশ্লিষ্ট ব্লকের এসএএও হিমাদ্রি বিশ্বাস ও সোহেল রানার সার্বিক সহোযোগিতায় নৈহাটি গ্রামে মো. বাবুল হোসেন এর বেগুন ক্ষেত, জাবুসা সুলতানের এল এল পি এবং মাঠের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:১৫
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন