সাতক্ষীরা জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর উদ্দোগে মাহে রমজানের পথচারী, ভ্যান চালকসহ বিভিন্ন পরিবাহন চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে শহরের ইটাগাছা এলাকায় ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। এসময় উপস্থিত ছিলেন পৌর আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সামছুল জামান জুয়েল, আলীগের নেতা আব্দুর রশিদ, কামরুজ্জামান, ওয়ার্ড আলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম বাবু খানসহ আলীগের নেতৃবৃন্দ।