পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু হচ্ছে

পলাশ ইউরিয়া সার

খুলনার সময়: নরসিংদীর ঘোড়াশালে স্থাপিত পলাশ ইউরিয়া সার কারখানায় সার উৎপাদন রোববার (১২ নভেম্বর-’২৩) থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানার ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন এবং কারখানা পরিদর্শন করবেন। তিনি সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আজ বৃহস্পতিবার দুপুরে শিল্প ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ঘোড়াশালে স্থাপিত এশিয়ার অন্যতম বৃহত্তম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানাটি গোটা দেশের কৃষকদের জন্য একটি সুখবর। খাদ্য উৎপাদনে ইউরিয়া সারের চাহিদা সবচেয়ে বেশী হওয়ায় এই কারখানাটি দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করবে।

জাকিয়া সুলতানা জানান, এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি ২১ লাখ টাকা (এর মধ্যে জিওবি: ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা এবং বাণিজ্যিক ঋণ ১০ হাজার ৯২০ কোটি টাকা)। জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কারখানাটিতে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৪:০১
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English