পাইকগাছায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

খুলনার সময়: জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এ খুলনা জেলার পাইকগাছা উপজেলায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, ফারুক হোসেন ও ঝংকার ঢালী, ইউআরসি ইন্সট্রাকটর মো. ঈমান উদ্দীন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সহ-সভাপতি অলোক মৃধা, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জানান, প্রধান শিক্ষক শেখ হাফিজুল ইসলাম, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন, সুস্মিতা সোম, সৌরভ রায়, বিএম আখতার হোসেন, মো. কোহিনূর ইসলাম, রেখা রাণী মন্ডল, খুরশিদা আক্তার, রিনা রাণী ঘোষ, শিপ্রা বর, লুৎফর রহমান, জয়া দাশ, অজয় রায়, নাজিরা খাতুন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস কে আছাদুল্লাহ মিঠু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাস। এসময়ে অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া মোদী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সকল শিক্ষক , অফিস সহায়ক এবং সহকর্মীদের সহায়তায় সুষ্ঠু ও সুন্দর রূপে সম্পন্ন হওয়ায় সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞ জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৩:২৮
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন