প্রথম সংসদ অধিবেশনে যোগ দিতে সাতক্ষীরা ত্যাগ করলেন এমপি আশু

মো: হোসেন আলী: সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে রাজধানী ঢাকার উদ্দেশে আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা ত্যাগ করেছেন।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশ করবেন এমপি আশরাফুজ্জামান আশু।

জেলা ত্যাগের প্রাক্কালে সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়ে এমপি আশু বলেন, আমার উপর যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সেটা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো এবং আমার দেওয়া প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করবো।
অনেকেই আমাকে না দেখে ভোট দিয়েছেন, তেমনি আমিও না চাওয়ায় আমার দায়িত্ব থেকে কাজ করে জনগণের আমানত আমি সঠিকভাবে রক্ষা করবো।

সময় স্বল্পতার কারনে তিনি দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন, তার নির্বাচনী এলাকার মানুষসহ শুভাকাঙ্খিদের সাথে সাক্ষাত করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এমপি আশরাফুজ্জামান আশু।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৪:৪৭
  • ৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন