স্পোর্টস ডেস্ক: গতকাল রাত থেকে চলতে থাকা গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি হল। তামিম ইকবাল নেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। মঙ্গলবার রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এরপরেই তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার ব্যাপারটি পরিস্কার হল। যদিও দল ঘোষণার কিছুক্ষণ আগেই তামিম নিজেই ফেসবুকে ব্যাপারটি জানান। বিসিবির প্রকাশ করা ভিডিওর শুরুতেই দেখা অধিনায়ক সাকিব আল হাসানকে। তারকা এ অলরাউন্ডার বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বলেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’
সাকিবের পর বিসিবির প্রকাশ করা ভিডিওতে ভিডিওতে দেখা যায় মুশফিকুর রহিমকে। তিনি ড্রেসিংরুমে বসেছিলেন। জার্সির বক্সটা তার হাতে ধরিয়ে দিতেই হাসি ফুটবল মুখে। জার্সি নেড়েচেড়ে দেখার পর বলেন, ‘আস সালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন।’
ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে বসেছিলেন মুশফিকুর রহিম। জার্সির বক্সটা তাঁর হাতে ধরিয়ে দিতেই হাসি ফুটবল মুখে। জার্সি নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘আস সালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন।’
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ১০ দল। সর্বশেষ দল হিসেবে আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।