বায়ুদূষণে আজ তৃতীয় স্থানে ঢাকা

ঢাকা

খুলনার সময়: বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ। ঋতু ভেদে দেশের নানা প্রান্তে বায়ু দূষণ নানা রকম হয়ে থাকে। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমাণ ভালো থাকলেও শুষ্ক মৌসুমে আবার তা খারাপ হতে থাকে। তার ওপর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এ ছাড়া অপরিকল্পিত নগরায়নেও বাড়ছে বায়ুদূষণ। সেই কবলে ঢাকা রয়েছে আজ তৃতীয় স্থানে। যার স্কোর ২০০। মঙ্গলবার (২ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান ৩য়। যার স্কোর ২০০।

দূষিত শহরের তালিকায় ১১০ এর ঘরে ঢাকা তৃতীয় স্থানে থাকায়; এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ রয়েছে। এদিন সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে একিউআই স্কোর তৃতীয় স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর তালিকার শীর্ষ স্থানে ভারতের কলকতা যার স্কোর ২৫০।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:০২
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন