বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে মতবিনিময়

মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি: বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে স্টেকহোল্ডারদের সাথে সরকার গৃহীত প্রকল্প পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ী) হলরুমে উত্তরণের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উত্তরণ’র পরিচালক শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য হাশেম আলী ফকির, জেলা নাগরিক কমিটির সদস্য আলী নুর খান বাবলু, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, তালা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, কর্ণ বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উত্তরণ এনজিও ও পানি কমিটি চলমান প্রকল্পটির সময় বর্ধিত করে নিন্মোক্ত বিষয় সমূহ অন্তভূক্ত করার দাবী জনান- অবিলম্বে বেতনা নদী অববাহিকায় টিআরএম চালুর ব্যবস্থা গ্রহণ, ইছামতি নদীর সাথে মরিচ্চাপ ও বেতনা নদীর অবাধ সংযোগ প্রদান ও প্রকল্পের সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানানো হয় মতবিনিময় সভায়। সাতক্ষীরার বেতনা-কপোতাক্ষ-মরিচ্চাপ নদী বাঁচাতে গণ আন্দোলনের বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে কাজ করতে হবে বলে জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ৪:৫১
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন