ব্রিজ আছে, রাস্তা নেই

ব্রিজ আছে রাস্তা নেই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছায় বাঁশগাদা বিলের খালের উপর ব্রিজ আছে, কিন্তু ব্রিজের সংযোগ রাস্তা নেই। ব্রিজ সংলগ্ন সংযোগ রাস্তা নির্মাণ না করায় ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি জনগণের কোনো কাজেই আসছে না। এতে করে ব্রিজ সংলগ্ন কোনো সড়ক না থাকায় ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। যেসব এলাকায় ব্রিজের অভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সেসব এলাকায় ঐ বছর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঐ কর্মসূচির অংশ হিসেবে বালুইগাছা বাশগাদা বিলের খালের উপর ওই ব্রিজটি নির্মাণ করা হয়।

এলাকাবাসীর জানান, প্রয়াত মেম্বার মোকসেদ আলী বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম ও নিজ উদ্যোগের কারনে ঐ ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজ নির্মাণ করা হলেও কোনো সংযোগ সড়ক নির্মাণ না করায় এ ব্রিজ জনগণের কোনো কাজে আসছে না। ব্রিজের ওপর দিয়ে জনগণ চলাচল করতে পারছেন না। প্রায় ২ কিলোমিটার পথ ঘুরে ওই এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অন্যথায় কোমর পানি ডিঙ্গিয়ে ব্রিজ পার হতে হচ্ছে। ফলে এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন। ওয়াপদা থেকে বালুইগাছা সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা অবিলম্বে সংষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ব্রিজ নির্মাণের। রাস্তা সংস্কার বা মেরামতের কোনো বরাদ্দ না থাকায় ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি। তবে বর্ষা মৌসুম শেষ হলে রাস্তাটি সংষ্ককার করার আশ্বাস দিয়েছেন। সচেতন এলাকাবাসী অবিলম্বে উক্ত ব্রিজের সংযোগ সড়কটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,সন্ধ্যা ৬:৪৬
  • ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন