নলতায় ‘বইমেলা প্রতিদিন’র উদ্বোধন

সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ভ্রাম্যমাণ ‘বইমেলা প্রতিদিন’র উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে ‘বইমেলা প্রতিদিন’ নামে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রহুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও পাঠকবৃন্দ। ভ্রাম্যমান বইমেলা প্রতিদিন উদ্বোধনের পর প্রধান অতিথি গাড়ি পরিচালনা করেন। ভ্রাম্যমান বইমেলা প্রতিদিন এ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরিফ বিল্লাহ শাহ সুফি হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র:) তার লেখা বিভিন্ন গ্রন্থ বই পড়ার জন্য ভ্রাম্যমান বই প্রতিদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে। পাঠক সৃষ্টি ও বই পড়া অভ্যাস গড়ে তোলার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সুধী ব্যক্তিরা ধন্যবাদ ও অভিনন্দন জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ১০:২৮
  • ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৬ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন