মিয়ানমারে কারাভোগ শেষে আজ ফিরবে ২৯ বাংলাদেশি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে

অনলাইন ডেস্ক: মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ বাংলাদেশের ২৯ নাগরিক দেশে ফিরবেন। মিয়ানমারের মংডু শহরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে তার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে যাবেন। সেখানে দুই পক্ষের আলোচনার পর মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষ হওয়া এই ২৯ নাগরিককে ফিরিয়ে আনা হবে। তারা মিয়ানমার থেকে ফিরার পর ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,দুপুর ২:০৯
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন