যশোরে মাদক ও অস্ত্রসহ ৪ যুবক আটক

যশোর প্রতিনিধি: যশোরে দেশিয় অস্ত্র ও মাদকসহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (২৪ আগষ্ট) মধ্যেরাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শংকরপুর এলাকার তোতা মিয়ার ছেলে আকাশ, আলতাফ হোসেন আলতুর ছেলে অনিক, আকরাম মোল্লার ছেলে রিয়াজ ও সলেমানের ছেলে জাহিদুল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তারা জানতে পারে শংকরপুর এলাকায় দেশিয় অস্ত্র ও মাদকসহ কতিপয় ছিনতাইকারী অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ডিবি যশোরের এসআই শাহীনুর রহমান, এএসআই আমিরুল ইসলাম, এএসআই কামরুল ইসলামের সমন্বয়ে একটি টিম রাত ১২ টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি তলোয়ার, একটি হাসু কাঁচি, দুটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি, তিনটি বার্মিজ চাকু ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৭:৫৫
  • ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন