যাত্রা শুরু করল লুকসজিয়া

লুকসজিয়া

খুলনার সময়: শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বনশ্রীতে যাত্রা শুরু করল ‘লুকসজিয়া’। দেশীয় পোশাক থেকে দেশি-বিদেশি কসমেটিকস ও বিভিন্ন পণ্যের সমাহার লুকসজিয়াতে। এসময় চিত্রনায়িকা শিরিন শিলা ফিতা কেটে নতুন এই শো-রুমটির উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনিক রহমান অভি, উপস্থাপিকা ও নবীন পরিচালক নানজীবা খান, চিত্রনায়িকা তানিন সুবহা, অভিনেত্রী দিশা মনি, কোরিওগ্রাফার পিয়াল হোসাইন, কোরিওগ্রাফার টনি, কয়েকজন ফ্যাশন র‍্যাম্প মডেল, লুকসজিয়া’র সিইও এবং প্রতিষ্ঠাতা নাজিম হোসাইন শেখ, ‘লুকসজিয়া’র সহ-প্রতিষ্ঠাতা নয়ন আহম্মেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুর রহমান, ব্যাবস্থাপনা পরিচালক-মার্স গ্রুপ, ফিরোজ আলম সুমন চেয়ারম্যান আল-কাদেরীয়া লিমিটেড, তারেকুল ইসলাম ব্যাপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড, আব্দুল কাদির মনির সহকারী ব্যাপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড সহ আরও অনেকই। ‘লুকসজিয়া’র সিইও নাজিম হোসাইন শেখ বলেন, সম্পূর্ণ বিদেশি ব্রান্ডের কসমেটিকস ও ফ্যাশন পন্য দিয়ে ‘লুকসজিয়া’ প্রথম এই আউটলেটটি চালু করা হয়েছে। যারা ব্র্যান্ডের কসমেটিকস ব্যাবহার করেন তারা অবশ্যই আমাদের আউটলেটটি ঘুরে দেখার আহব্বান রইল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,সকাল ১১:৪৮
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English