যেসব রেস্টুরেন্টে পূজার থালি মিলবে

যেসব রেস্টুরেন্টে পূজার থালি মিলবে

খুলনার সময়: চলছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আবহ মজাদার খাবার ছাড়া জমেই না। পূজা উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। উৎসবের এই সময়ে ঢুঁ মারতে পারেন এসব রেস্টুরেন্টে। হোটেল ক্যানারি পার্ক গুলশান এক নাম্বারে অবস্থিত হোটেল ক্যানারি পার্ক পূজা উপলক্ষে বিশেষ থালির আয়োজন করেছে। ফোর স্টার মানেই এই হোটেলে পাবেন ঐতিহ্যবাহী ভেজ এবং নন-ভেজ থালি।

সিগনেচার পূজা থালিতে থাকবে বাসন্তি পোলাও, গন্ধরাজ মুরগি রান্না, মাটন কষা, লুচি, দই কাতলা, আইযর মাছের ঝোল, পাটিসাপটা, গুড়ের পায়েস, গোলাপ জামুনসহ আরও অনেক কিছু। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ক্যানারি ডাইন আউট রেস্তোরাঁয় লাঞ্চ এবং ডিনারে উপভোগ করতে পারবেন এই থালি। সিগনেচার বাই খাজানা

পূজা উপলক্ষে বাংলা খাবারের উৎসবের আয়োজন করেছে রেস্টুরেন্ট সিগনেচার বাই খাজানা। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত রেস্টুরেন্টটিতে ‘দুর্গাপূজা থালি’ পাওয়া যাবে ২৪ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবার মিলবে থালিতে।

ঘি ভাত, ঘিয়ে ভাজা লুচি, কষা মাংস, চিংড়ি মালাইকারি, সরষে ইলিশের পদ থাকবে থালিতে। এছাড়াও নারকেল দিয়ে ছোলার ডাল, ভেটকি মাছের পাতুরি, কাঁচামরিচে মুরগির মাংস পাওয়া যাবে আয়োজনে। মিষ্টান্ন হিসেবে থাকবে রাবড়ির মালপোয়া ও মিষ্টি দই। আমারি ঢাকা হোটেল আমারি ঢাকাতে থাকছে পূজার বিশেষ থালি। লুচি, পাঁপড়, মিষ্টান্নসহ নানা ধরনের ঐতিহ্যবাহী আইটেম থাকবে থালিতে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ৮:০৭
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন