রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার(২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, সুরক্ষা বিভাগসহ তিনটি আইন নিয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্ব পেয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি।

বৈঠকে রমজানে প্রয়োজনীয় পণ্যের মজুদ ও চাহিদার বিষয়ে জানতে চাওয়া হয়। কিছু আমদানি পণ্যের শুল্ক ছাড় ও পণ্য আমদানিতে এলসি খোলার বিষয়টি সহজ করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এ সময় যারা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে বিকেল সাড়ে চারটায় ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ১১:১৮
  • ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৬ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন