রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গুচ্ছ বোমা বিতর্ক

চলমান বিশ্ব পরিক্রমা

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার নতুন ভাবে গুচ্ছ বোমা বিতর্ক শুরু হয়েছে। এই অসম যুদ্ধের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে সামরিক সহায়তা সহ অর্থনৈতিক সহযোগিতা করে আসছিল। বর্তমান সময়েও তাদের সেই সহযোগিতা অব্যাহত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইউক্রেন কে গুচ্ছ বোমা দিতে যাচ্ছে এমন অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেইগু। গতকাল বুধবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগু বলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুচ্ছবোমা সরবরাহ করলে রাশিয়া ও গুচ্ছ বোমার ব্যবহার ঘটাবে। উল্লেখ্য মারনস্ত্র হিসেবে খ্যাত গুচ্ছবোমা আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ। বিশ্বের ১২৩টি দেশ এক চুক্তির মাধ্যমে গুচ্ছ বোমা উৎপাদন, ব্যবহার ও মওজুদ করার বিরুদ্ধে চুক্তি করেছে এবং উক্ত চুক্তিতে স্বাক্ষর করলেও মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন এই চুক্তিতে স্বাক্ষর করেনি। অবশ্য যুক্তরাজ্য, জাপানসহ অন্ততঃ শতাধিক দেশ স্বাক্ষর করেছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষনা দেয় যে তারা রাশিয়াকে চরমভাবে প্রতিরোধ করতে ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ঘোষনার পর থেকে রাশিয়া দৃশ্যতঃ ঘুরে দাঁড়িয়েছে এবং ইউক্রেনকে এমন বোমা যেন মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ না করে সে বিষয়ে হুশিয়ারী ও সতর্কতা জারি করেছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর পাশাপাশি জাতিসংঘের পক্ষ হতেও উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত, মারনাস্ত্র গুচ্ছবোমা কোন ভাবেই সরবরাহ এবং ব্যবহার করা যাবে না। এখানেই শেষ নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, কানাডা, জার্মানী, ফ্রান্স সহ অপরাপর দেশগুলো ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুচ্ছ বোমা সরবরাহের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছে একই সাথে তারা তাদের আপত্তির কতাও মার্কিন যুক্তরাষ্ট্রকে জানান দিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই বলে অভিযোগ উত্থাপন করেছে যে, রাশিয়া সর্বপ্রথম ইউক্রেনের ভূ-খন্ডে গুচ্ছ বোমা ব্যবহার করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত গুচ্ছবোমা বিতর্ক এবং এই বোমা সরবরাহ ও ব্যবহারের ঘটনা ঘটলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি বেহিসেবি পর্যায়ে পৌছাতে পারে যা পারমানবিক যুদ্ধকে ও উস্কে দিতে পারে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:৫৭
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন