লাঙ্গল-ট্রাক চলবে না, শুধু ঈগল উড়বে

‘লাঙ্গল-ট্রাক চলবে না, শুধু ঈগল উড়বে’ সদর আসনের বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষক, দিনমজুর ও সাধারণ জনগণের মুখে এমন মন্তব্য শোনা যাচ্ছে। গতকাল ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন চায়ের দোকানগুলো এমন আলোচনায় মেতে উঠেছিল সাধারণ ভোটাররা। মাধবকাটি এলাকার কৃষক রমজান গাজী, ভ্যান চালক মোকছেদ আলী বলেন, দেশের যে উন্নয়ন হয়েছে তা নৌকার হাত ধরে। এবার সদর আসনে নৌকা নেই, তবে সাতক্ষীরার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য বর্তমান এমপি রবির বিকল্প নেই। এ এলাকায় ঈগল উড়বে।
ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কৌশলের কারণে স্বতন্ত্র প্রার্থী হতে বাঁধা দেননি প্রধানমন্ত্রী। সদর আসনে নৌকার বিকল্প হিসেবে লাঙ্গল ও ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। আওয়ামী লীগের একটি অংশ লাঙ্গল ধরেছেন আবার আর একটি অংশ ঈগলে উড়ছেন। সঠিকভাবে বলা যাচ্ছে না, কে বিজয়ী হবে।
গতকাল ঝাউডাঙ্গা বাজারে এমপি রবি ঈগল প্রতীকের নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন বলেন, বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ইসলামের কিসের দ্বন্দ্ব, রবি ভাই কি ফিংড়ীতে ঘের করে, রবি ভাইয়ের গ্রুপ কি নজরুল ভাইয়ের গ্রুপের দু দশটা খুন করে দেছে, নজরুল ভাইয়ের গ্রুপের কারও ভিটে বাড়ি উচ্ছেদ করে দেছে, তাহলে কিসের দ্বন্দ্ব? আসাদুজ্জামান বাবু এমপি রবির সাথে বিরোধিতা করে, বাবু ভাইয়ের সাথে রবি ভাইয়ের কিসের দ্বন্দ্ব? বাবু ভাইয়ের ঘেরে মধ্যে তো রবি ভাইয়ের জমি নেই। বাবুর কোন লোককে তো রবি ভাই জেল খাটাইনি। তাহলে কিসের দ্বন্দ্ব? আপনারা বিচার করবেন। কাজী আকতার হোসেন আরো বলেন, লাঙ্গল একটি দলের প্রতীক। আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কি লাঙ্গল প্রতীকে সিল মারতে পারি? স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে সিল মারতে পারি। এখন পোস্ট অফিসের মোড়ে গোয়েন্দা অফিস বসিয়ে আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার লোক, আমাদের ভয় দেখালে চলবে?
সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে এবং সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর নির্বাচনী সভায় বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নামে ক্রমাগত বিশাদগার করা হলেও একশ্রেণির ভোটার বলছেন, যতই বিভ্রান্তি ছড়ানো হোক লাঙ্গল-ট্রাক চলবে না, শুধু ঈগল উড়বে। যারা সাতক্ষীরার উন্নয়নের অগ্রযাত্রাকে পিছিয়ে রাখতে চায়, তারাই ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বিরুদ্ধে বিশাদগার করছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:০৩
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন