শাহ্জালাল ইসলামী ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কীম কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক

খুলনার সময়: শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কীম বিষয়ে শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ।

এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতিকে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক করার লক্ষ্যে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন খাতে পুনঃঅর্থায়ন স্কীমসমূহ পরিচালনা করে আসছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক শুরু থেকেই গ্রাহক পর্যায়ে উক্ত স্কীমসমূহের আওতায় উল্লেখযোগ্য বিনিয়োগ বিতরণ নিশ্চিত করেছে। দেশের এসএমই খাতকে অধিকতর গতিশীল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক ৪০টি (চল্লিশ) শাখার বিনিয়োগ কর্মকর্তাদের অংশগ্রহণে পুনঃঅর্থায়ন স্কীমসমূহের উপর উক্ত কর্মশালার আয়োজন করে।

Firstly, you’ll gambling bonus slotogate forum wish to make sure that the online casino is trustworthy and reliable.

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৯:০৮
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন