শুধু টাউন ক্লাব নয়, প্রতিটি ক্লাবকে আধুনিকায়ন করা হবে: এমপি আশু

সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তাদের বিভিন্ন দাবিদাওয়ার জবাবে নবনির্বাচিত এমপি মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, শুধু টাউন স্পোটিং ক্লাব নয়, সাতক্ষীরা সদরের সকল ক্রীয়া প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়ন করা হবে। রবিবার (২১ জানুয়ারি) রাতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীয়া সংগঠন টাউন স্পোটিং ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি আশু আরও বলেন, আমি টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ঠিক, কিন্তু আমার কাছে সাতক্ষীরার প্রতিটি ক্লাব সমান। আমি ক্লাবের সম্পাদক বলে এখানে বেশি উন্নয়ন হবে অন্য ক্লাবে হবে না, সেটা কখনও হবেনা, সবাই সমান সুযোগ-সুবিধা পাবে। আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমার নির্বাচনে আমার দেওয়া প্রতিটি ওয়াদা পুরন করতে চাই। সকলের উদ্দেশে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলেরই এমপি। নির্বাচনের আগে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, নির্বাচনের পরও সেই ভালোবাসা চাই আমি। সকলকে সঙ্গে নিয়ে আমাদের এই পিছিয়ে পড়া জনপদকে যেন আমি এগিয়ে নিতে পারি সেই দোয়া করবেন আমার জন্য। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাউন স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, টাউন স্পোটিং ক্লাবের সাবেক অধিনায়ক ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস প্রমুখ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১০:৪১
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন