শুধু মণিরামপুর নয়, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখছে: স্বপন ভট্টাচার্য এমপি

চারতলা ভবনের উদ্বোধন

মণিরামপুর প্রতিনিধি: যশোর মণিরামপুরে রহিতা ইউনিয়নের কোদলাপাড়ার দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য এমপি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন দৃশ্যমান। শুধু মণিরামপুর নয়, সারা বিশ্ব বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন দেখছে।

আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, রোহিতা ইউনিয়ন আ.রীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, আ.লীগ নেতা এড. বশির আহমেদ খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কোদলাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মুক্তার আলী।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৪:৪০
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English