শেষ ওভার থ্রিলারে শেষ হাসি ভারতের

অস্ট্রেলিয়া : ২০৮/৩(২০.০ ওভারে)

ভারত : ২০৯/৮ (২০.০ ওভারে)

ফল : ভারত ২ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : সূর্যকুমার যাদব (ভারত)।

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পনের বদলা নেয়ার সংকল্প ছিল ভারতের। বিশ্বকাপের চারদিন পর বিশাখাপত্তমে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেরাদের ছাড়াই অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়ে সেই সংকল্পের কথা জানিয়ে দিয়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত।

শেষ ওভারে জমে উঠেছিল ম্যাচটি। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা ছিল ম্যাচে। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ৬ বলে ৭ রানের টার্গেটে অ্যাবটের প্রথম বলে বাউন্ডারি, দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে জয়ের পথ মসৃন করেছিলেন রিংকু সিং।

তবে ওই ওভারের তৃতীয় বলে অক্ষয় প্যাটেল রিটার্ন ক্যাচ দিলে ম্যাচে নাটকীয়তার আবহ পায়। পরের দুই বলে রবি বিঞ্চয় এবং আর্শদ্বীপ সিং রান আউট হলে ১ বলে ১ রানের টার্গেটের মুখে দাঁড়ায় ম্যাচটি। অ্যাবটের শেষ বলটি ‘নো’ হলে শেষ হাসি হাসে ভারত। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২০৯ চেজ করে ভারতের এটাই প্রথম জয়।

বিশাখাপত্তমে টসে হেরে ব্যাট করতে নেমে এদিন দ্বিতীয় উইকেট জুটিতে স্মিথ-ইংলিশের ৬৬ বলে ১৩০ রানে ভর করে অস্ট্রেলিয়া স্কোর দাঁড় করায় ২০৮/৩। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ। এর আগে ওয়ার্নার-মার্শের ১২৪ ছিল দ্বিতীয় উইকেট জুটির সর্বোচ্চ। স্মিথ ৪১ বলে ৫২ রানে থেমেছেন।

জন ইংলিশ টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন এদিন (৪৭ বলে)। অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মধ্যে অ্যারণ ফিঞ্চের দ্রুততম সেঞ্চুরি (৪৭ বলে) ছিল ১০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে।সাউদাম্পটনে ফিঞ্চের সেই রেকর্ড এদিন বিশাখাপত্তমে স্পর্শ করেছেন এদিন ইংলিশ।প্রসিধ কৃঞ্চার বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দেয়ার আগে ৫০ বলে ১১ চার, ৮ ছক্কায় করেছেন ইংলিশ ১১০ রান।ভারত বোলারদের মধ্যে এদিন রবি বিঞ্চয় (৪-০-৫৪-১) এবং প্রসিধ কৃঞ্চা (৪-০-৫০-১) এদিন পাল্লা দিয়ে রান খরচা করেছেন।

২০৯ রানের চ্যালেঞ্জে ব্যাটিং পাওয়ার প্লে-তে এগিয়ে গেছে ভারত (৬৩/২)। তৃতীয় উইকেট জুটির ৬০ বলে ১১২ রান জয়ের কক্ষপথে রেখেছে ভারতকে। ক্যারিয়ারের প্রথম ক্যাপ্টেনসিতে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সূর্যকুমার (৪২ বলে ৯ চার, ৪ ছক্কায় ৮০)। ইশান কিষাণ করেছেন ৩৯ বলে ২ চার, ৫ ছক্কায় ৫৮ রান। ফিনিশার হিসেবে আবির্ভূত হয়েছেন রিংকু সিং (১৪ বলে ৪ বাউন্ডারিতে ২২)। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার তানভির সাঙ্গহা পেয়েছেন ২ উইকেট (২/৪৭)।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ৪:২০
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন