সাতক্ষীরা জেলার তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় সড়কের উপর বালু মাটি রাখার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর মত ঘটনা ঘটছিল। গত সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার (৪৫) নামের একজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। পরবর্তীতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী জেলা সড়কের উপর বালু রেখে যান চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করায় এস্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ত্রিশমাইল শাখার দায়িত্বে থাকা হাসিনুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। এসময় উপস্থিত ছিলেন এলজিইডির উপ বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।