এলএসডিসহ যুবক আটক

এল এস ডি মাদক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন বোতল ভারতীয় এলএসডিসহ (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) আতাউর রহমান ওরফে রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেঁড়াগাছি সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চোরাকারবারি আতাউর রহমান ওরফে রানা (২২) সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ঘোষ পাড়া গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার থানা পুলিশের এসআই নুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল এলএসডিসহ চোরকারবারি আতাউর রহামানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে, এসময় পালিয়ে যেতে সক্ষম হয় যশোর জেলার শার্শা থানার পারকায়বা গ্রামের আমজেদ হোসেনের ছেলে মাদক চোরাকারবারি সুজন হোসেন (২৪)। পুলিশ আরও জানায়, জব্দ এলএসডির বাজারমূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। তবে, গ্রেফতার চোরাকারবারি আতাউর রহমান জানান, ওই এলএসডিগুলো তিনি পলাতক চোরাকারবারি সুজন হোসেনের কাছ থেকে ক্রয় করেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আতাউর রহমান ও পলাতক আসামি সুজন হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:১০
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন