সাতক্ষীরায় গুড়পুকুরের মেলা উদ্বোধন

গুড় পুকুরের মেলা

সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ আহম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, নুর জাহান বেগম নুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদার, হাসান সিকদার, বাবু সিকদার প্রমুখ। এবারের মেলায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গাজুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহারী পণ্যের স্টল। রয়েছে নাগর দোলা, ড্রাগন রেলগাড়ি, ডিজিটাল নৌকা, হানিসিং, স্লিপিং বোট, জাহাজ ডরিমন, ওয়াটার বলসহ বিভিন্ন ফাস্টফুডের দোকান। এছাড়াও রয়েছে লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকানসহ সকল প্রকার পোশাক ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রের সমাহার।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১:৪১
  • ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English