সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে ভাংচুর, নগদ অর্থ লুট

সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের নাজমুল স্মরণীতে পাপা মেম্বারের মার্কেটের দ্বিতীয় তলায় “ক্যাফে ডি-লাইট” নামে একটি ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটির গ্লাস, চেয়ার, টেবিলসহ আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ভাংচুর ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৯ হাজার ২শ টাকা নিয়ে যায়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। দোকানের মালিক মোঃ আতিকুর রহমান আশিক জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। শুক্রবার বেলা বেলা ১ টার সময় আমার দোকানের নিচ তলার সেলুনের দোকানদার মোবাইল করে জানায় দোকান ভাংচুর অবস্থায় আছে। সংবাদ পেয়ে আমি দোকানে আসি। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয়দের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করি। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সন্ধ্যা ৭:১৯
  • ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন