সাতক্ষীরায় ‘ব্লু স্কাই ফুড কোড’র উদ্বোধন

ইব্রাহিম খলিল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় ফাস্টফুড এন্ড চাইনিচ রেস্টুরেন্ট”ব্লু স্কাই ফুড কোড”র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের গার্লস ব্রিজের উত্তর পাশে সেতু মটরস্ সংলগ্ন এ রেস্টুরেন্টে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. হ. ম তারিক উদ্দীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার মুন্নী, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু,  শেখ সিদ্দিকুর রহমান, মারুফ হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদ আলী সুমন। দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠান এর যাত্রা শুরু করেন ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেতু সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:০৩
  • ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন