অসহায়, হতদরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কুখরালী আর্দশ যুব সংঘের ক্লাবে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,আসক ফাউন্ডেশনের আইনী সহায়তা কেন্দ্রর গোলাম রসুল,নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, রং তুলি এ্যাডের স্বত্বঅধিকারী মোঃ মহিবুল্লাহ সহ আরো অনেকে।