সাতক্ষীরায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে দৈনিক কাফেলা অফিস সংলগ্ন ১৫০ মিটার এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় তিনি জানান, বিগত তিনমাসে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার টেন্ডার হয়েছে এবং রাস্তা ও ড্রেন নির্মানের জন্য উন্নয়ন কাজ চলমান আছে। তিনি আরো জানান, সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে এখনো প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার টেন্ডার হবে। বর্তমানে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার কাজ চলমান আছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম নূরী, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুস সালাম গাজী, ডা. কাজী রফিকুল হক, রাশেদুল হক রাজু, শেখ মোঃ মারুফ, কাজী ফয়সালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার ,সকাল ১০:৩২
  • ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English