সাতক্ষীরার উন্নয়ন ও সম্ভাবনায় প্রধানমন্ত্রী বিশেষ নজর রাখেন: এমপি রবি

সর্বস্তরের মানুষের সাথে এমপি রবির মতবিনিময়

খুলনার সময়: সাতক্ষীরা ২ আসনের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এমপি’র বাসভবনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এ মতবিনিময় সভায় সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে নানান কর্মসূচি ও সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে আলোচনা করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশ স্বাধীন এবং দেশের সকল উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অবদান অস্বিকার করার সুযোগ নেই। তাই দেশের জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। এমপি আরো বলেন, সাতক্ষীরার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর রাখেন। জনগণ এবার উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তাই, যতই বাধা আসুক সাতক্ষীরার জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদান করবেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,বিকাল ৪:১৮
  • ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন