সাতক্ষীরা জেলা পরিষদে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ কালে বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে বরাদ্দের মাধ্যমে আরো সক্রিয় করতে পারলে সাধারণ মানুষ সুবিধা ভোগ করতে পারত। জেলা পরিষদের সীমিত অনুদ্বারে সকলকে সন্তুষ্ট করা খুবই কঠিন। এরপরেও জেলা পরিষদ মসজিদ-মন্দির শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের যত সময়ে চেক প্রদানের ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে চেক প্রদানের বিলম্ব হয়। জেলা পরিষদ আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় দেশের মানুষের কল্যানের চিন্তা করেন। দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, সংরক্ষিত নারী সদস্য মাহফুজা সুলতানা রুবি, চেয়ারম্যান এনামুল হক ছোট, চেয়ারম্যান গোবিন্দ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মেহেদি মাসুদ, হিসাব রক্ষক মফিজুল ইসলামসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,বিকাল ৫:৪৬
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন