সাতক্ষীরা পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাসুদ আলী: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর মেহেদীবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় তিনি বলেন, ‘অত্র এলাকার এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। রাস্তাটি নির্মাণের ফলে অত্র এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবে। পর্যায়ক্রমে এলাকার সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।’ সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে সাবেক ব্যাংকার আনিছুর রহমানের বাড়ির সামনে থেকে এবাদত হোসেনের বাড়ির সামনে পর্যন্ত ৩২৮ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, সাগর দেবনাথ, কার্য সহকারী জাহিদ হাসান, ঠিকাদার এমএম মজনু (খোকা), সহকারী ঠিকাদার মো. ইউসুফ আলী, মো. ইবাদত হোসেন, আফসার উদ্দীন মিন্টু, আব্দুল মুজিদ, শেখ মেহেদী হাসান মিঠু, শাহাদাত হোসেন বাবু, আব্দুল্লাহ আল রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অবহেলিত এ এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করায় এলাকাবাসী ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরকে মিস্টি মুখ করান এবং পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৩:৪৮
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English