সাতক্ষীরা পৌর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি

  • বাড়ির তালা ও আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

ইব্রাহিম খান বাবু: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর সাহাপাড়ায় একটি চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ চুরির ঘটনাটি সংঘঠিত হয়েছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একটি সংঘবদ্ধ চোরদল হাবিবুর রহমানের বাড়ির তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা পৌর এলাকায় দিন দিন এ ধরনের চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এদেরকে আইনের আওতায় আনতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
হাবিবুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, ‘সন্ধ্যার পর আমরা বাড়িতে ছিলাম না। রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে এসে দেখি এই অবস্থা। আমার জীবনে আমি কাউকে ক্ষতি করিনি, আমার এ সর্বনাশ কে করলো। তিনি আরো বলেন, আমার আলমারিতে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণের গহনা ছিল। এরপর কান্না ভেঙ্গে পড়েল তিনি।’
এসময় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসানসহ পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সন্ধ্যা ৬:৫৫
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন